|
---|
নিজস্ব সংবাদদাতা; হলদিয়া: অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিনের নির্দেশে এবং AIMA-র ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম কর্ণধার আলহাজ্ব আজগর আলি(পল্টু ভাই)-র সহযোগিতায় হলদিয়া উপ-সংশোধনাগারের বন্ধীদের মাথায় রেখে গতকাল AIMA-র পক্ষ থেকে হলদিয়া উপ সংশোধনাগারে আবাসিকদের পবিত্র রমজানের ইফতার সামগ্রী ও ঈদ উপলক্ষে লাচ্ছা, সিমাই ,বস্ত্র দিয়ে শুভেচ্ছা জানাল হলদিয়া মহকুমা আইমা সংগঠন।