বই কেনার পয়সা জুটেনি বিড়ি বেধে চলতো পড়াশোনা

নতুন গতি: মালদার বাঙ্গিটোলার সাদিপুরের এলাকার মেয়ে, বাঙ্গিটোলা হাই স্কুলেরর ছাত্রী বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয় এই অবস্থায় পড়াশুনার করার ইছে থাকলেও টিউশন পড়ার জন্য সুযোগ হয়ে ওঠেনি টাকার অভাবের সংসারে দু বেলা খাবার জোগার করে চলতো তাদের। টিউশনি পড়ার সুযোগ হয়নি। ঠিক মতো বই কেনার টাকাপয়সা জুটে নি। বিড়ি বেধে নিজের পড়ার খরচ যোগিয়ে এবারের উচ্চ মাধ্যমিকে ৯০ শতাংশের (৪৫০) বেশি নম্বর পেয়ে বাঙ্গীটোলা হাইস্কুলের ছাত্রী রুমিলা খাতুন নজর কেরেছে মালদা বাসির। বাঙ্গিটোলা হাই স্কুলের ছাত্রী ৪৫০নম্বর পেয়েছে।বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েত সাদিপুর এর বাসিন্দা বাবলু খানের এক ছেলে এক মেয়ে রুমিলা বড়। বাবা বাবলু খান শ্রমিকের কাজ করে সংসার চালায়। সংসারের দারিদ্রতা থাকায় মাঝে মধ্যে রুমিলা ও বিড়ি বাঁধে। রুমিলা ৯০ বাংলায় ইংরেজিতে ৮০, ভূগোলে ৯৭ কম্পিউটারে ৯১ ,সংস্কৃত ৯২, সর্বমোট ৪৫০অর্থাৎ ৯০ শতাংশ নম্বর পেয়েছে। রুমিলা জানিয়েছে “ছোট থেকেই আমার স্বপ্ন নার্স হওয়ার। রুমিলার এই সাফল্যে খুশি বাঙ্গীটোলা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থেকে সকল শিক্ষক সহ গ্রামবাসি।