মেমারি মাদ্রাসার প্রাক্তন ছাত্রের ফাজিল পরীক্ষায় রাজ্যে অষ্টম স্থান

সেখ সামসুদ্দিন, ২৮ মেঃ মেমারি মদিনাতুল জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র আইনুল হক এবছরের ফাজিল পরীক্ষায় রাজ্যে অষ্টম স্থান অর্জন করে। মুর্শিদাবাদের দৌলতাবাদস্থিত ছয়ঘরি কে আই সিনিয়ার মাদ্রাসা মাদ্রাসা থেকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা এডুকেশন বোর্ডের ফাজিল পরীক্ষা দিয়েছিল আইনুল হক। অল ঘোষণার পর দেখা যায় রাজ্যে সে অষ্টম স্থান অর্জন করেছে। ৬০০ র মধ‍্যে প্রাপ্ত নম্বর ৫৩৯। মুর্শিদাবাদের লালবাগের বোয়ালিয়ার মত গ্রামীণ এলাকা থেকে সম্পূর্ণ ইসলামি কালচারাল পরিবার থেকে এই সাফল‍্য। তার আগামীদিনের লক্ষ্য পিএইচডি করে অধ‍্যাপনা করা। প্রাক্তন ছাত্রের এই সাফল‍্যে মেমারি মাদ্রাসার শিক্ষক থেকে ছাত্র সকলের মধ‍্যে খুশির হাওয়া। মেমারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম গোলাম আহমেদ মোর্তাজা সাহেবের সুযোগ‍্য পুত্র তথা মেমারি মাদ্রাসার সম্পাদক কাজী মহঃ ইয়াসিনের বক্তব্যে সেই কথায় উঠে আসে। মেমারি মাদ্রাসা থেকে শুধু ইসলামী শিক্ষা নয়, পাশাপাশি ছাত্রদের সাধারণ শিক্ষায় শিক্ষিত হতে উদ্বুদ্ধ করে থাকে। এখানকার ছাত্র বর্তমানে ডাক্তারী, ইঞ্জিনিয়ারিং পড়ে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে। এমনকি ব্রেইল পদ্ধতিতে প্রতিবন্ধী ছাত্রদেরও পঠনপাঠন চলছে। এইভাবে প্রতিষ্ঠাতা গোলাম আহমেদ মোর্তজা সাহেবের লক্ষ্যকে সাফল করে চলেছে মেমারি জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠান।

    মেমারি মাদ্রাসার প্রাক্তন ছাত্রের ফাজিল পরীক্ষায় রাজ্যে অষ্টম স্থান

    সেখ সামসুদ্দিন, ২৮ মেঃ মেমারি মদিনাতুল জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র আইনুল হক এবছরের ফাজিল পরীক্ষায় রাজ্যে অষ্টম স্থান অর্জন করে। মুর্শিদাবাদের দৌলতাবাদস্থিত ছয়ঘরি কে আই সিনিয়ার মাদ্রাসা মাদ্রাসা থেকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা এডুকেশন বোর্ডের ফাজিল পরীক্ষা দিয়েছিল আইনুল হক। অল ঘোষণার পর দেখা যায় রাজ্যে সে অষ্টম স্থান অর্জন করেছে। ৬০০ র মধ‍্যে প্রাপ্ত নম্বর ৫৩৯। মুর্শিদাবাদের লালবাগের বোয়ালিয়ার মত গ্রামীণ এলাকা থেকে সম্পূর্ণ ইসলামি কালচারাল পরিবার থেকে এই সাফল‍্য। তার আগামীদিনের লক্ষ্য পিএইচডি করে অধ‍্যাপনা করা। প্রাক্তন ছাত্রের এই সাফল‍্যে মেমারি মাদ্রাসার শিক্ষক থেকে ছাত্র সকলের মধ‍্যে খুশির হাওয়া। মেমারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম গোলাম আহমেদ মোর্তাজা সাহেবের সুযোগ‍্য পুত্র তথা মেমারি মাদ্রাসার সম্পাদক কাজী মহঃ ইয়াসিনের বক্তব্যে সেই কথায় উঠে আসে। মেমারি মাদ্রাসা থেকে শুধু ইসলামী শিক্ষা নয়, পাশাপাশি ছাত্রদের সাধারণ শিক্ষায় শিক্ষিত হতে উদ্বুদ্ধ করে থাকে। এখানকার ছাত্র বর্তমানে ডাক্তারী, ইঞ্জিনিয়ারিং পড়ে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে। এমনকি ব্রেইল পদ্ধতিতে প্রতিবন্ধী ছাত্রদেরও পঠনপাঠন চলছে। এইভাবে প্রতিষ্ঠাতা গোলাম আহমেদ মোর্তজা সাহেবের লক্ষ্যকে সাফল করে চলেছে মেমারি জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠান।