কৃষি দফতরের আতমা প্রকল্পে কৃষক প্রশিক্ষণ শিবির রাজনগরে

মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: রাজনগর সাধারণ পাঠাগারের দ্বিতল সভাকক্ষে ১০ জুন এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়৷ রাজনগর কৃষি দফতরের পক্ষ থেকে আতমা প্রকল্পের সহায়তায় এই শিবিরের আয়োজন বলে জানান আয়োজকরা৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কৃষিজীবি মানুষ জনেরা৷

    জানা গিয়েছে, সামনের খরিফ মরসুমে ধান চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয় উক্ত শিবিরে৷ এস আর আই সহ বিভিন্ন পদ্ধতি বিষয়ে বোঝানো হয় ও যাবতীয় সাহায্যের আশ্বাস দেওয়া হয়৷ এছাড়া কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্তকরণ ও ভর্তুকিতে বীজ কেনার বিষয়ে কৃষকদের বিস্তারিত জানানো হয়৷ উক্ত প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন কৃষি প্রযুক্তি সহায়ক জয়দেব মন্ডল, আতমা প্রকল্পের এসিঃ টেকনোলজি ম্যানেজার আব্দুর রহিম, সৌভিক মুখার্জী, বিপ্লব গিরি প্রমুখ৷ স্থানীয় বাসিন্দা ও সমাজকর্মী রুপে প্রদীপ দে, প্রাণতোষ ওঝা সহ অন্যান্যরা এক্ষেত্রে বিশেষ ভাবে সহযোগিতা করেন বলে জানা যায়৷ সমগ্র কর্মসূচী এদিন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে বলে দাবি আয়োজকদের৷ এই ধরণের শিবির আয়োজিত হওয়ায় খুশি কৃষকরাও৷