|
---|
আর এ মণ্ডল,ইন্দাস : পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ এর বাঁকুড়া জেলার ইন্দাস থানা কমিটির উদ্যোগে ও ইন্দাস কালীবাড়ি সমিতির সহায়তায় রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠিত হলো। সমস্ত প্রাকৃতিক দূর্যোগকে উপেক্ষা করে।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মদিবস পালনে একঝাঁক কচি কাঁচা,শিক্ষক,সহ বিশিষ্ট মানুষদের নিয়ে ইন্দাস কালীবাড়ি সমিতির মঞ্চে কবি স্মরণে কবি প্রণাম পালন করা হয়।উপস্থিত ছিলেন ইন্দাসের সংস্কৃতি জগতের প্রাণ পুরুষ প্রাক্তন শিক্ষক শ্রী বিদ্যুৎ কুমার সিংহ,শিক্ষক ও গায়ক শ্রী বিশ্বরূপ দে,শিক্ষিকা ড.মিতালী পাঁজা,শিক্ষিকা গৌরী নন্দী,শিক্ষক সুপ্রকাশ সরকার, আকুই ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুরজিৎ দলুই,শিক্ষক সমীর যশ, শিক্ষক অভিজিৎ সরকার, বিবেকানন্দ বিশ্বাস, শিক্ষিকা রূপালী রায়, কালীবাড়ি সমিতির কর্মকর্তা শ্রী অসিত সরকার,সহজ পুতুলের কর্মকর্তা বিশ্বরূপ ভট্টাচার্য সহ বহু রবীন্দ্রপ্রেমী বিশিষ্ট সংস্কৃতিমনস্ক ব্যক্তিত্ব। কবিগুরুকে শ্রদ্ধার্ঘ জানিয়ে স্বাগত ভাষন দেন সংগঠনের সম্পাদক শিবপ্রসাদ চৌধুরী। অতঃপর বক্তব্য রাখেন বিদ্যুৎ কুমার সিংহ,সুরজিৎ দলুই,ড.মিতালি পাঁজা।সঙ্গীত,নৃত্য,আবৃতিতে অংশ নেয় স্থানীয় শিল্পীরা। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন বিশ্বরূপ দে।বাঁশি শোনায় বিশ্বরূপ ভট্টাচার্য। আবৃতি পরিবেশন করেন শিক্ষিকা রূপালী রায় এই মনোজ্ঞ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক শ্রী আনন্দ কুমার পন্ডিত।
ছবি–