|
---|
নতুন গতি প্রতিবেদক : ভগিনী নিবেদিতা মহিলা ব্রতচারী মন্ডলীর পক্ষ থেকে আরামবাগ হসপিটালে নার্স দিদিদের সংবর্ধনা দেওয়া হয় আজ। সংস্থার সহ সম্পাদিকা কেয়া রায় জানান, প্রতি বছর ১২ই মে আন্তর্জাতিক নার্স দিবস (International Nurses Day) হিসাবে পালন করা হয় বিশ্বজুড়ে। আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে (Florence Nightingale) সম্মান জানাতেই এই বিশেষ দিন উদযাপন শুরু হয়েছিল। মাতৃ স্নেহে অচেনা অসুস্থ রোগীকেও সেবায়- যত্নে সুস্থ করে তোলেন এই নার্সরাই। এই অতিমারীতে তাঁদের অবদান অনস্বীকার্য। বিশ্বজুড়ে নার্সদের নিজেদের কাজের প্রতি কঠোর পরিশ্রম ও উৎসর্গ সকলকে অনুপ্রাণিত করছে।