|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: স্টুডেন্টস্ হেলথ হোম মেদিনীপুর আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে ছাত্রীদের খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মেদিনীপুর স্পোর্টস ডেভলপমেন্ট এ্যকাডেমি ময়দানে। ছাত্র ছাত্রী, শিক্ষক অভিভাবক, ক্রীড়াবিদ, সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার তুলে দেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও একাডেমির সম্পাদক শক্তিপ্রসাদ মিত্র, প্রখ্যাত শিশুবিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ বিবেক বিকাশ মণ্ডল। এছাড়া খেলোয়াড়দের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক অরূপ কুমার মাইতি, প্রশান্ত ঘোষ, মিলন বটব্যাল,নন্দন রায় প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন হোমের সম্পাদক চন্দন সেনগুপ্ত, পরিচালন সমিতির সদস্য দিলীপ সামন্ত, সঞ্জীব ভট্টাচার্য, চণ্ডী চরণ ভট্টাচার্য্য, শুভাশিস খান প্রমুখ।
প্রতিযোগিতা সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় মেদিনীপুর জেলা খো খো এ্যসোসিয়েশনকে ধন্যবাদ জানান হোমের সম্পাদক চন্দন সেনগুপ্ত। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান হোম সম্পাদক। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মেদিনীপুর সদর ব্লকের হরিশপুরের দেশপ্রাণ উচ্চ বিদ্যালয়, রানার্স আপ হয় পাঁচখুরী দেশবন্ধু উচ্চ বিদ্যালয়।