এবিটিএ-এর উদ্যোগে মেদিনীপুরে অনুষ্ঠিত হলো শিক্ষিকা ও মহিলা শিক্ষাকর্মী কনভেনশন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: রবিবার দুপুরে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি(এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে সমিতির জেলা দপ্তর গোলোকপতি ভবনে অনুষ্ঠিত হলো শিক্ষিকা ও মহিলা শিক্ষাকর্মী কনভেনশন। সভা শুরুর আগে সমিতির পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমিতির পতাকা উত্তোলন করেন জেলা শাখার সভাপতি মৃণালকান্তি নন্দ । সংগঠনের শিক্ষিকা ও মহিলা শিক্ষাকর্মী উপ-সমিতির আহ্বায়িকা সবিতা মান্না কনভেনশনের খসড়া প্রতিবেদন পেশ করেন। কনভেনশনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী কাকলি ভৌমিক,জেলা সম্পাদক জগন্নাথ খান, মহিলা সাব কমিটির সদস্যা জয়া মুখার্জি। খসড়া প্রতিবেদনের ওপর তিনটি মহকুমার মোট ৭ জন প্রতিনিধি আলোচনা করেন। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কাউন্সিলের সদস্য-সদস্যারা। কনভেনশনে মূল আলোচক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী, বিশিষ্ট বাগ্মী কাকলি ভৌমিক তাঁর বক্তব্যে বর্তমান আন্তর্জাতিক, জাতীয় এবং রাজ্যের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির নিরিখে নারীদের অবস্থার কথা তুলে ধরেন এবং সমিতিকে আরো সমৃদ্ধ করে তুলতে শিক্ষিকা ও মহিলা শিক্ষাকর্মীদের কি ভূমিকা নিতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

    পাশাপাশি লাগাতার কর্মসূচি এবং লড়াই আন্দোলনের মাধ্যমে পেশা ও শিক্ষসংক্রান্ত দাবি আদায়ের কথা তুলে ধরেন। আগামীদিনে শিক্ষা আন্দোলনের বিকাশে পশ্চিম মেদিনীপুরের শিক্ষিকা ও মহিলা শিক্ষাকর্মীদের আরও বেশি বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনকে আরো সমৃদ্ধ ও শক্তিশালী করে তুলতে সমিতি উপস্থিত মহিলা সদস্যদের অঙ্গীকারবদ্ধ করেন। এদিন জেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসা থেকে ১১২ জন শিক্ষিকা ও মহিলা শিক্ষাকর্মী যোগ দেন।