|
---|
নিজস্ব সংবাদদাতা : হুগলীর ধনিয়াখালী ব্লকের আলা গ্রামে ৮মে,রবিবার আলা নেতাজী সমিতির পাঠাগারের নতুন ভবন ও উচ্চস্তম্ভ বিদ্যুৎবাতির অনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও ধানিয়াখালির বিধায়ক মাননীয়া অসীমা পাত্র মহাশয়া। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী গোলক দেশমুখ , সাংবাদিক ও সাহিত্যিক নৌশাদ মল্লিক , আলা নেতাজী সমিতি পাঠাগারের ভারপাপ্ত গ্রন্থাগারিক তরুণ দত্ত ,গ্রন্থাগারিক ও সাহিত্যিক জারিফুল হক প্রমুখ। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়। গ্রামের বিশিষ্ট ব্যাক্তিত্ত ও গুণীজন দের সংবদ্ধনা জ্ঞাপন করা হয়। গ্রামবাসী দের উপস্থিতি ছিল চখে পরার মতো।