জামালপুর ব্লক প্রাণী ও মৎস্য দপ্তরের পক্ষ থেকে ১২৫ জনের হাতে মাছ ও চুন তুলে দেওয়া হয়

সেখ সামসুদ্দিন : ৩ জুনঃ জামালপুর ব্লক প্রাণী ও মৎস্য দপ্তরের পক্ষ থেকে ১২৫ জন উপভোক্তার হাতে ১০০০ পিস করে মাছ ও ২০ কেজি করে চুন তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, মৎস্য কর্মধক্ষ সুনীল ধারা সহ অন্যান্যরা। বিডিও সকল উপভোক্তাদের বলেন সঠিক ভাবে সকল নিয়ম মেনে চাষ করলেই সরকারের উদ্দেশ্য সফল হবে। মেহেমুদ খান বলেন মুখ্যমন্ত্রীর জনকল্যাণকর প্রকল্প গুলির মধ্যে একটি হলো জল ধরো জল ভরো প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমেই আজ এই মাছ দেওয়া হলো যা এই চাষীদের অর্থনৈতিক ভাবে এগিয়ে যেতে সাহায্য করবে।