|
---|
মেদিনীপুর: ইউপিএসসি পরীক্ষায় ৯৪তম স্থানাধিকারী ইন্দ্রাশীষ দত্তকে সম্বর্ধনা দিলো মেদিনীপুরে অগ্রগণ্য স্বেচ্ছাসেবী সংগঠন সংকল্প ফাউন্ডেশন। ইন্দ্রাশীষ দত্ত মেদিনীপুরের সংলগ্ন বার্জটাউনের নিবাসী গুরুপ্রসাদ দত্ত ও কৃষ্ণা দত্তের সুযোগ্য সন্তান। তিনি এ বছর UPSC পরীক্ষায় ৯৪তম স্থান অর্জন করে মেদিনীপুর জেলা কে গৌরবময় করেছে।
ইন্দ্রাশিস বলেছে যদি কখনও সুযোগ আসে তাহলে ফাউন্ডেশনের পাশে থেকে সামাজিক কাজে সাহায্য করবে। সংগঠন থেকে উপস্থিত ছিলেন গোপাল সাহা,দীপেশ দে, পিন্টু সাউ,বিজয় দাস,মুনমুন ঘোষ ও সম্পাদিকা পারমিতা সাউ । সর্বশেষে দীপেশ একটি সুন্দর রবীন্দ্রসঙ্গীত এর মাধ্যমে অনুস্ঠান শেষ হয় । ইন্দ্রাশীষের মা ও বাবা সংকল্প ফাউন্ডেশনের এই উদ্যোগ কে খুব প্রশংসা করেছেন।