|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : শনিবার (২৫ জুন) কোন কোন ট্রেন বাতিল থাকবে? ১) হাওড়া থেকে: ৩৭৮২৯ হাওড়া-বর্ধমান লোকাল। ২) বর্ধমান থেকে: ৩৭৮৩৪ বর্ধমান-হাওড়া লোকাল এবং ৩৭৮৩৬ বর্ধমান-হাওড়া লোকাল।4শনিবার (২৫ জুন) ঘুরপথে কোন ট্রেন চালানো হবে? বর্ধমান থেকে কামারকুণ্ডু-ডানকুনি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ১৩০২৮ ডাউন কবিগুরু এক্সপ্রেস। কামারকুণ্ডুতে দাঁড়াবে এক্সপ্রেস। শনিবার (২৫ জুন) কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে? ৩৭৮২৫ হাওড়া-বর্ধমান লোকাল মেমারি পর্যন্ত যাবে। তারপর বেলা ১২ টা ৫১ মিনিটে মেমারি থেকে ডাউন ট্রেন হিসেবে হাওড়ার উদ্দেশে রওনা দেবে। রবিবার এবং সোমবার কোন কোন ট্রেনের সূচি পরিবর্তন হয়েছে? ৩৭৮৩৮ বর্ধমান-হাওড়া লোকাল দুপুর ১ টা ৪০ মিনিটের পরিবর্তে দুপুর ২ টোয় বর্ধমান থেকে ছাড়বে।