বর্ধমানে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে জোর কদমে প্রস্তুতি

লু তুব আলি,বর্ধমান : বর্ধমানে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে জোর কদমে প্রস্তুতি। আগামী ২৭ জুন সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান এ আসছেন। এদিন তিনি একটি প্রশাসনিক বৈঠক করবেন। মুখ্যমন্ত্রীর বর্ধমানের প্রশাসনিক বৈঠক কে কেন্দ্র করে প্রশাসনিক স্তর ও জেলা তৃণমূলের পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি নিয়েছে। ২৪ জুন বর্ধমান এ একটি বিশেষ প্রস্তুতি সভায় পৌরোহিত্য করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এই প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক অলক কুমার মাজি, মন্ত্রী মলয় ঘটক ছাড়াও বিভিন্ন ব্লকের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির এবং দলের বিভিন্ন সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। এদিন বৈঠকে ঠিক হয় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক সর্বাত্মকভাবে সাফল্যমন্ডিত করতে হবে এবং আগামী ২১ জুলাই কলকাতার সমাবেশ কেও সফল করতে হবে। প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান, ভূতনাথ মালিক প্রমুখ।

    অন্যদিকে বর্ধমান জেলা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকেও এদিন বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেম্বারে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। পৌরোহিত্য করেন সংগঠনের জেলা সভাপতি শেখ আবু বক্কর। সংগঠনের জেলা সাধারণ সম্পাদক শেখ ইসরাইল বলেন, সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র ও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নির্দেশে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর সফর এবং একুশের জমায়েত কে সর্বাঙ্গীনভাবে সফল করতে হবে। জেলার ৪৪টি সার্কেল থেকে শিক্ষক সংগঠনের নেতৃত্ব এদিনের সভায় উপস্থিত ছিলেন। আগামী ৩১ জুলাই সংগঠনের জেলা সম্মেলন উপলক্ষে এদিনের সভায় বিশেষভাবে আলোচিত হয় বলে তিনি জানান। এ দিনের প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বি.ডি এ র চেয়ারম্যান কাকুলি গুপ্ত, সংগঠনের রাজ্য কমিটির সদস্য ঝুমা সাহা, জেলা সহ-সভাপতি যথাক্রমে রমেন চন্দ্র পাল, শেখ জুলহাস, নীলকমল মুখার্জি, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য বিশ্বনাথ রায় প্রমুখ।