শালবীথি উদ্যোগে জামড়াতে ত্রাণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা ,পূর্ব মেদিনীপুর: মেদিনীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন শালবীথি সোশ‍্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশানের উদ্যোগে রবিবার ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো উপকূলীয় পূর্ব মেদিনীপুরের শংকরপুর ও তাজপুরের মধ্যবর্তী ইয়াস বিধ্বস্ত জামড়াতে এলাকাতে।

    শালবীথি পরিবারের পক্ষ থেকে এখানকার ৭০টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী হিসেবে মুড়ি ,চিড়া , আলু ,সরিষার তেল , বিস্কুট ,হলুদ ,লঙ্কা,নুন ,সোয়াবিন , মুসুর ডাল, মোমবাতি , ব্লিচিং , ওষুধ ,স‍্যানিটারী ন‍্যাপকিন ও মাস্ক তুলে দেওয়া হয় । এদিনের কর্মসূচিতে শালবীথির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদিকা রীতা বেরা,সদস্যা দীপান্বিতা সেন খান,পম্পি খামরই প্রমুখ।এই কাজে উপস্থিত থেকে শালবীথিকে বিশেষ সহযোগিতা করেন মণিকাঞ্চন রায়,সুব্রত মহাপাত্র, নরসিংহ দাস,হেদায়তুর খাঁন, সৈকত জানা প্রমুখ।শালবীথির সম্পাদিকা রীতা বেরা এই কাজে শালবীথির দিকে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানান।