|
---|
নিজস্ব সংবাদদাতা : ৩ জুনঃ রাজ্যের মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় স্থান অধিকার করল মন্তেশ্বর সাগর বালা উচ্চ বিদ্যালয়ের ছাত্র সোহম কোনার ৬৮৪ নাম্বার পেয়ে তিনি মাধ্যমিকে দশম স্থান অধিকার করায় তার এই সাফল্যে খুশি পরিবার সহ এলাকার মানুষজন ও স্কুলের শিক্ষক শিক্ষিকা। রেজাল্ট বেরোনোর পর থেকেই শুভেচ্ছা সম্বর্ধনা ভরিয়ে দেন এলাকার বিশিষ্টজনেরা। আজ বৃহস্পতিবার সোহম কোনারে বাড়িতে শুভেচ্ছা জ্ঞাপন করতে এলেন মন্তেশ্বর থানার পক্ষ থেকে মন্তেশ্বরে থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশীষ নাগ ও মন্তেশ্বর গ্ৰাম পঞ্চায়েত পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করেন পঞ্চায়েতের প্রধান অর্চনা বাগ ও উপ প্রধান ডালিম শেখ সহ পঞ্চায়েত অফিসের সমস্ত কর্মীবৃন্দ এতে খুশি ছাত্র সোহম ও তার পরিবার।