|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: রক্তের গ্রীষ্মকালীন চাহিদা মেটানোর লক্ষ্যে মেদিনীপুর সদর ব্লকের নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। শিবিরে সবাইকে স্বাগত জানান আয়োজক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব আর্য।অন্যান্যদের সহযোগিতায় শিবির সঞ্চালনা ও পরিচালনা করেন রক্তদান আন্দোলনের কর্মী ফাকরুদ্দিন মল্লিক।শিবিরে বেশ কয়েকজন মহিলা সহ মোট ১১০ জন রক্তদাতা রক্তদান করেন।
শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই,রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক বীরেন পাল,শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন পইড়া, গুড়গুড়িপাল থানার আই শুভঙ্কর রায়, অবর বিদ্যালয় পরিদর্শক ওঙ্কার পন্ডা, শিক্ষক নেতা অনিমেষ দে ,মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দিলীপ দে, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্জলি সরেন, রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর,কুতুরিয়ার প্রধান শিক্ষক অরুণাংশু দে, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া,মণিকাঞ্চন রায় নরসিংহ দাস,মৃত্যূঞ্জয় সামন্ত, অনিমেষ প্রামাণিক, সমাজকর্মী কৌশিক কঁচ, জাকির খান, ফিটনেস এক্সপার্ট অলক সিনহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। উপস্থিত অতিথিবৃন্দ নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের এহেন দৃষ্টান্তমূলক উদ্যোগ এবং বিদ্যালয় প্রাঙ্গনের পরিবেশের ভূয়সী প্রংশসা করেন। রক্তসংগ্রহ করেন মেদিনীপুর ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ।শিবির সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয় গ্রামবাসীবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান আয়োজক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব আর্য।