সিউড়ী সুপার স্পেশ‍্যালিটি হসপিটালে চলছে চিকিৎসার গাফলতি।

নিজস্ব সংবাদদাতা,সিউড়ী : পুরাতন হসপিটালের পাশে, যখন নতুন ‘সিউড়ী সুপার স্পেশ‍্যালিটি হসপিটাল’ তৈরী হয় ,তখন এলাকা বাসীরা ভেবেছিল চিকিৎসায় এক অভিনব পরিবতন আসবে। এলাকা বাসীর সাক্ষাৎকারে জানা যায়, হসপিটালে যে হারে দিন দিন রোগীর সংখ‍্যা বেড়ে চলছে,সেই অনুপাত হারে বাড়েনি ডাক্তারের সংখ‍্যা। এরফলে চিকিৎসায় হচ্ছে অবহেলা।প্রযাপ্ত পরিমাণে পাচ্ছে না চিকিৎসা।

    বিল্ডিং এর বাহিরে যে সৌন্দোর্য, সেই হারে সৌন্দাযিত সাধিত হয়নি,রোগীর চিকিৎসায়। এচাড়া স্থানীয় সূএ থেকে জানা যাচ্ছে ,রোগীর নাকি সারাদিনে দুবার চিকিৎসা হয়,তাও আবার নাকি মাঝে মধৌ সেটাও জোটে না।