|
---|
নবাব মল্লিক, জয়নগর : সাম্প্রদায়িক বিজেপিকে বাংলাছাড়া করার ডাক দিয়ে দক্ষিণ ২৪ পরগণার জয়নগরের ইন্দিরা উদ্যানে আয়োজিত হল প্রতিবাদ সভা। দুপুর ২ টো থেকে শুরু হয় এই সভা।হালকা ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যেও কলকাতার মহানাগরিক কে দেখতে উপচে পড়ে ভির,কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ ।
অনুষ্ঠানে ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন শুভাশীষ চক্রবর্তী সাংসদ ও সভাপতি দক্ষিণ ২৪ পরগণার তৃণমূল কংগ্রেস, উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক ও দক্ষিণ ২৪ পরগণা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি বিশ্বনাথ দাস , শওকাত মোল্লা বিধায়ক ও সভাপতি দক্ষিণ ২৪ পরগণা জেলা যুব তৃণমূল কংগ্রেস ও অন্যান্য বিশিষ্ঠ ব্যক্তিগণ।
মঞ্চ থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান ফিরহাদ হাকিম। তিনি বলেন “দেশের বিভিন্ন অংশে বিরোধী শূন্য করতে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা দিয়ে ভয় দেখাচ্ছে মোদী সরকার। এই সরকার আসার পর থেকে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও বিনষ্ট হয়েছে।”