মেমারির গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য।

লুতুব আলি, বর্ধমান, ১২ ডিসেম্বর : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ বাড়াতে বিধায়ক, মন্ত্রী ও জনপ্রতিনিধিদের যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়িত করছেন মেমারীর বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য। ১২ ডিসেম্বর মেমারি গ্রামীণ হাসপাতালে গিয়ে তিনি পরিদর্শন করলেন এবং ডাক্তারবাবুদের সঙ্গে স্বাস্থ্যপরিসেবার ব্যাপারে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখলেন। উল্লেখ্য, বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় মেমারি গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সেড তৈরি হচ্ছে তারও বিস্তারিত খবরাখবর নিলেন। মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য এদিন এক সাক্ষাৎকারে এই প্রতিবেদককে জানান, মেমারি গ্রামীণ হাসপাতালে রোগী কল্যাণ শেড তৈরি করার জন্য তাঁর বিধায়ক তহবিল থেকে সাড়ে ছয় লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। শেড টি তৈরি করার জন্য টেন্ডার ও হয়ে গেছে। এই শেড টি এক মাসের মধ্যে তৈরি হয়ে যাবে। এই শেড টি তৈরি হয়ে গেলে রোগীর আত্মীয়-স্বজন, হাসপাতালের স্টাফ, অ্যাম্বুলেন্সের স্টাফ দের থাকার জন্য খুবই সুবিধা হবে। তিনি আর ও জানান, বর্তমানে একটি ছোট শেড আছে এই সেডে সকলের সংকুলান হয় না। বিশেষ করে বর্ষাকালে শীত কালে রোগীর আত্মীয়-স্বজনদের থাকার খুব অসুবিধা হয়। মেমারি গ্রামীণ হাসপাতালে রোগীদের অনেক চাপ আছে। উন্নততর পরিষেবা দেওয়ার জন্য এই উদ্যোগ।