|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমানঃ শুক্রবার কাটোয়া ২নং বিডিও অফিসে পশ্চিমবঙ্গ সরকার, কৃষি বিভাগ কৃষক বন্ধু (নিশ্চিত আয়) প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠিত হল। চেক বিতরণ করা হয় সিঙ্গি গ্ৰাম পঞ্চায়েতের চাষীদের কে। কৃষক বন্ধু প্রকল্পের রবি ও খারিফ ফসল চাষে দুই দফায় একর প্রতি মোট ৫০০০টাকা অনুদান। এক একরের কম জমির জন্য আনুপাতিক হারে অনুদান নির্ধারিত হবে – ন্যূনতম ১০০০টাকা। কৃষক বন্ধু প্রকল্পে ১৮ থেকে ৬০ বছর বয়সে চাষীরা স্বাভাবিক ও অস্বাভাবিক মৃত্যুতে এককলীন অনুদান ২ লক্ষ টাকা। চাষীরা এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন।