|
---|
আজিজুর রহমান,গলসি : সঠিক জায়গায় আন্ডারপাশ না হওয়ায় জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করলো গ্ৰামবাসীদের একাংশ। গলসি ১ নং ব্লকের পুরসা গ্রামবাসীদের এক অংশের দাবি হাই স্কুলের কাছে যে আন্ডারপাশটি হবার কথা ছিল সেটি বেশকিছুটা দিরে সরিয়ে দেওয়া হয়েছে অজানা কারনে। বিষয়টি নিয়ে বিতর্কের দানা বাঁধলে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পরেন। এর পরই গ্রামবাসীদের এক অংশ বিক্ষোভ দেখিয়ে সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। গ্ৰামবাসীদের অভিযোগ, পুরসা হাই স্কুল সন্নিকটে জাতীয় সড়কের উপর আন্ডারপাশ করার কথা ছিল, এখন তারা জানতে পারে সেটা স্কুল থেকে অনেক টা দূরে সরিয়ে করা হচ্ছে। যার ফলে অসুবিধায় পড়তে হবে স্কুলে আসা পড়ুয়া সহ গ্ৰামের বহু মানুষকে। গ্রামবাসী সেখ ফিরোজ হোসেন বলেন, গ্রামের স্কুল পুল, মাঝের পুল ও ডিভিসি পুল এই তিন জায়গায় আন্ডারপাশ হবার কথা। এখন স্কুল পুলের আন্ডারপাশ সরিয়ে দেওয়া হচ্ছে। এতে গ্রামের বহু মানুষ বিপদে পরবে। এদিকে জাতীয় সড়কের মাটি চুরি করে বিক্রি হচ্ছে। পারাজে গিয়ে বিক্রি হচ্ছে সেই মাটি। তথচ গ্রামের প্রয়োজনে সেই মাটি দেওয়া হচছে না। তার দাবী আগের কথামত কাজ না হলে তারা গোটা গ্রামবাসী মিলে বৃহত্তম আন্দোলন করবেন। গ্রামবাসী মজনু মন্ডল বলেন, সড়ক সম্প্রসারণের জেরে মাটি পরে জাতীয় সড়কের পাশে নিকাশী নালাটি বন্ধ হয়ে গেছে। বৃষ্টি হলে গ্ৰামের মধ্যে জল জমে যাবার আশঙ্কা রয়েছে। গ্রামবাসীদের সুবিধার্থে নিকাশী নালাটি পরিস্কার করাব ব্যবস্থা করতে হবে সড়ক কতৃপক্ষের ঠিকা সংস্থাকে। এদিকে ঠিকা সংস্থার এক কর্মী জানান, আজকে গ্রামের মানুষ নালা তৈরীর ঢালাইয়ের কাজ বন্ধ করে দিয়েছেন। পুলিশ ও তাদের আধিকারিকরা এসেছেন। আলোচনা করে সিদ্ধান্ত হলে তবে থেকে কাজ শুরু হবে।