|
---|
আজিজুর রহমান, গলসি : আচমকা রাতের অন্ধকারে রাস্তায় পিচ করায় বন্ধ হয়ে গেছে নিকাশী নালা। সমস্যায় গলসি বাজারের ব্যবসায়ীরা। ভালো ঢালাই রাস্তার উপরে কাউকে না জানিয়ে এমন কাজে ক্ষুব্ধ গলসি বাজারের ব্যবসায়ীদের এক অংশ। তাদের দাবী, রাতে দোকান বন্ধ করে চলে যাবার পর জাতীয় সড়ক কতৃপক্ষের ঠিকা সংস্থা ওই কাজ করেছে। কাজের পরিকল্পনা ও গুনগত মান নিয়ে সকাল হতেই শুরু হয় গুঞ্জন। বিরোধিতায় সোচ্চার হয়ে পঞ্চায়েত প্রধান ও ট্রেডার্স অ্যাসোসিয়েশন এর দারস্ত হন অনেকেই।
মুদিখানা ব্যাবসায়ী আজিজুল সেখের দাবী, ওই কাজের জন্য তাদের দোকানের সামনের নালার উপরের বহু সিলাপ চাপা গেছে। যার জন্য জায়গায় জায়গায় বাজারের নিকাশী নালা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে একপশলা বৃষ্টি হলেই নিচু দোকান গুলিতে জল ঢুকে যাবে। ফলে তারা ক্ষতির সম্মুখীন হবেন। তার দাবী এমন কাজের চেয়ে আগের ঢালাই রাস্তা ভালো ছিল। রুটি ব্যবসায়ী আলিম সেখ বলেন, উপকার নয় ক্ষতি হয়েছে আমাদের। সব ড্রেনগুলি বুজে গেছে। ফলে বর্ষাকালে গোটা বাজার ডুবে যাবে। চা দোকানী শুকুর সেখ এর দাবী, কাজ মোটিই ভাল হয়নি। ভালো করে পিচ বসানো হয়নি। জল হলেই পিচ উঠে যাবে। ব্যবসায়ী পার্থ চট্রপাধ্যায় বলেন, সিলাপ এর উপরে পিচ ঢেলে দিয়েছে। ফলে জল নিকাশী বন্ধ হয়ে গেছে। আমার উচু দোকান বলে ক্ষতি হবেনা। তবে বৃষ্টি হলে বহু দোকান জলে ডুবে যাবে।
বিষয়টি নিয়ে গলসি ট্রেডার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদক বজরুল রহমান মন্ডল বলেন, নিকাশী নালা বন্ধ হয়ে যাওয়ায় বাজারের বহু ব্যবসায়ী আতঙ্কের মধ্যে আছেন। তার দাবী, ওই কাজে উপকারের চেয়ে ক্ষতি হয়েছে বেশি। আগের ঢালাই রাস্তা খুবই ভালো ছিল। এখন পিচ করার আগে কেউ তাদের জানাইনি। বিনা পরিকল্পনায় ওই কাজ করায় নিকাশী নালা বন্ধ হয়ে বহু দোকানে জল ঢুকে যাবে। গলসি গ্রাম পঞ্চায়েত প্রধান কমল রুইদাস বলেন, রাতের অন্ধকার কাউকে না জানিয়ে জাতীয় সড়ক কতৃপক্ষের ঠিকা সংস্থা ওই কাজ করছে। ওই কাজের জন্য বাজারের বহু ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে। গলসি ট্রেডার্স অ্যাসোসিয়েশন ও বহু ব্যবসায়ী তাকে জানিয়েছেন। তিনি বিষয়টি পুলিশ ও প্রশাসনকে জানিয়ে ব্যবস্থা নেবেন। প্রয়োজন হলে ওই পিচ তুলে আগের অবস্থায় ফিরিয়ে দিতে প্রচেষ্টা করবেন।