লোকপুরে ২০ লিটার অবৈধ মদ সহ ধৃত ১

 

     

     

    নিজস্ব সংবাদদাতা, বীরভূম :

    বীরভূমের লোকপুরে ২০ লিটার অবৈধ মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।
    লোকপুর থানার পুলিশ অভিযান চালিয়ে লোকপুরের সেনপাড়া থেকে স্থানীয় বাসিন্দা বাপি মাল ওরফে বাবু নামে এক ব্যক্তিকে ২০ লিটার চোলাই মদ সহ আটক করে। ধৃতকে লোকপুর থানার পক্ষ থেকে দুবরাজপুর আদালতে পাঠানো হয়।