আগরপাড়ায় বসন্ত উৎসবকে ঘিরে উন্মাদনার সঞ্চার।

লুতুব আলি, নতুন গতি : উত্তর ২৪ পরগনার আগরপাড়ার গাঙ্গুলি পাড়া ষষ্ঠী উন্নয়ন সমিতির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বর্ণময় বসন্ত উৎসব। যদিও চৈত্র মাস গ্রীষ্মের প্রখর দাবদাহ বসন্তকে এখনো গ্রাস করতে পারেনি। শিমুল, পলাশেরা… বসন্ত প্রেমীদের লাল লোভনীয় শোভা বিতরণ করায় এবার গ্রীষ্ম কিছুটা পিছু হটেছে। প্রকৃতির এই নমনীয়তার কোলে চারদিকে বসন্ত উৎসব উদযাপিত হচ্ছে। গাঙ্গুলি পাড়া ষষ্ঠীতলা উন্নয়ন সমিতি ঠিক এইরকম একটি মনোরম পরিবেশে প্রাণবন্ত এক বসন্ত উৎসব উপহার দিল। গাঙ্গুলি পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা বসন্তের রঙ্গে অপূর্ব সুন্দর সাজসজ্জা করে বসন্তের উপরে গানের সাথে অপূর্ব সুন্দর নৃত্য প্রদর্শন করল যা প্রশংসার দাবি রাখে। সেদিনের অনুষ্ঠানের শুরুতেই মৃদুল ঘটকের দরাজ, সুরেলা কন্ঠে বসন্তের ওপর বেশ কয়েকখানি গান গাইলেন। শিল্পীর মাধুর্য মাখানো কন্ঠ দর্শক শ্রোতাদের মোহিত করে তোলে। গিটারে যন্ত্র সঙ্গীতে সংগীতের সুরে প্রাণ ভরিয়ে দিলেন রূপম বিশ্বাস ও প্রত্যয় দাস। আলোকপ্রাপ্তা দাস ও মন্দিরা দের গান পরিবেশনের পরেই উপস্থিত দর্শক শ্রোতাদের করতালিতে মুখরিত হলো উৎসব প্রাঙ্গণ। সুস্মিতা মন্ডল, সঙ্গীতা মন্ডল, পায়েল মন্ডল, স্নেহা সরকার, সংস্থিতা রায়, ঈশিকা পাল, সমৃদ্ধা দাস নৃত্য পরিবেশন করে প্রশংসিত হন। সীমা ডান্স গ্রুপের নৃত্যশিল্পীরা প্রত্যেককেই বসন্তের উপরে প্রত্যেকটা নৃত্য সাবলীল ভাবে পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের পৌর মাতা শ্রাবন্তী রায়। শ্রাবন্তী রায় বলেন, গাঙ্গুলি পাড়ার সমস্ত অনুষ্ঠান সুচারু ভাবে অনুষ্ঠিত হয় এবং সকলের মন জয় করে। পাড়ার সাংস্কৃতিক প্রেমী মানুষেরা এই ধরনের অনুষ্ঠান উপহার হিসেবে পেয়ে থাকেন। এ ব্যাপারে সিদ্ধার্ত রায় চৌধুরী সহ সমিতির প্রত্যেকের প্রতি তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুখদেব গাঙ্গুলী সহ বিভিন্ন ক্লাবের সম্মানীয় কর্মকর্তা ও সদস্যরা। সমিতির পক্ষ থেকে উপস্থিত প্রত্যেক অতিথি ও ক্লাব সদস্যগণকে বরণ কারণ সুশান্ত উকিল, প্রদ্যুৎ গাঙ্গুলি সহ সমিতির অন্যান্য সদস্যরা। সমিতির পক্ষ থেকে সিদ্ধার্থ রায় চৌধুরী জানান, গাঙ্গুলি পাড়ায় বসন্ত উৎসব এই প্রথম বছরে পা দিল। প্রথম বছরের সমগ্র এলাকার মানুষ ব্যাপকভাবে শামিল হন। একা এলাকার মানুষের ব্যাপক সাড়া মেলায় আগামী দিনে এই অনুষ্ঠান করার ব্যাপারে প্রেরণা পাওয়া গেল। এলাকার মানুষদের আর অন্যত্র গিয়ে বসন্ত উৎসবের আনন্দ নিতে ছুটতে হবে না। এখন থেকে পাড়াতে বসেই বসন্ত উৎসব সহ অন্যান্য অনুষ্ঠান তারা লাইভ দেখতে পাবেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন চারুচন্দ্র আর্ট সেন্টারের কর্ণধার। আক্ষরিক অর্থে এক কথায় অনুষ্ঠানটি প্রশংসার দাবি রাখে।