মেমারিতে প্রথম বেসরকারী নার্সিংহোমে আইসিইউ বিভাগের উদ্বোধন

নূর আহমেদ, মেমারি : ১ সেপ্টেম্বর, শুক্রবার সকালে পূর্ব বর্ধমানের মেমারিতে বেসরকারী নার্সিং হোম রাধারাণী নার্সিংহোম এন্ড ক্লিনিকের আইসিইউ বিভাগ চালু হলো। ফিতে কেটে উদ্বোধন করেন মেমারি শহরের বিশিষ্ট চিকিৎসক ও মেমারি গ্রামীন হাসপাতালের প্রাক্তণ বিএমএইচও ডা. অভয় সামন্ত। উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর সেখ ইউসুফ, প্রাক্তন বিধায়ক হাসেম মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী সেখ শোভান, পুলিশ আধিকারিক বুদ্ধদেব ঘোষ সহ অন্যান্যরা। উদ্বোধক ডা. অভয় সামন্ত বলেন, মেমারি তথা পার্শবর্তী রোগীদের জরুরি প্রয়োজনে বর্ধমান ছুটতে হতো আইসিইউ-র জন্য। প্রয়াত ডা দিলীপ ভট্টাচার্য প্রতিষ্ঠিত রাধারাণি নার্সিং হোমে এই আইসিইউ বিভাগ চালু হওয়ার ফলে মেমারির মানুষ উপকৃত হবেন। এদিন আইসিইউ বিভাগের উদ্যোক্তা স্বাগতম বৈষ্ণব, জুলফিকার রহমান জলি, অরিন্দম দাস বাচ্চু জানান যে ৪ বেডের আইসিইউ পরিষেবা চালু করা হলো। স্বল্পমূল্যে রোগীদের জরুরি প্রয়োজনে পরিষেবা প্রদান করা হবে।