বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু

 

    নতুন গতি ওয়েব ডেস্কঃ সমস্ত জল্পনার অবসান ঘটালেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী পৌঁছনোর অনেকটা আগেই বিধানসভা ছেড়ে বেড়িয়ে যান। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী পদত্যাগপত্র জমা দেন বিধানসভার সচিবের হাতে। এই পদত্যাগপত্র টেকনিক্যালী ঠিক না ভুল তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা। তাঁর এই ইস্তফাপত্র স্পিকার গ্রহণ করলে শুভেন্দু-তৃণমূলের ২০ বছরের বেশি সময়ের সম্পর্কে পূর্ণচ্ছেদ পড়বে।

    শুভেন্দু অধিকারীর বিধায়ক পদ থেকে ইস্তফা পত্র

    পাশাপাশি শুভেন্দু শনিবারই অমিত শাহের উপস্থিতিতে নিজের ঘরের মাঠে, বিজেপিতে যোগদান করতে পারেন বলে শোনা যাচ্ছে।