ইসরোর সূর্য অভিযানে মেমারির ছেলে কৌশিক

নূর আহমেদ, মেমারি : ১ সেপ্টেম্বর শনিবার ২রা সেপ্টেম্বর সকাল ১১ টা ৫০ মিনিটে অন্ধপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পি এস এল ভি- ৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেবে আদিত্য এল ১। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর তরফে সোমবার এই তথ্য জানানো হয়।

    আর এই সূর্য অভিযানে রয়েছেন ঘরের ছেলে কৌশিক মন্ডল। মেমারি ২ নম্বর ব্লকের বিজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মেলনা গ্রামের কৃষক পরিবার সন্তান।বাবা সাধন মন্ডল।২০০৮ সালে তিনি গ্রামের স্কুল থেকে মাধ্যমিক পাস করেন। ২০১৬ সালে ইসরোতে যোগদান তিনি। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন তিনি। কৌশিক মন্ডলের এই কাজে গর্বিত গ্রামবাসী থেকে শুরু করে পরিবারের সদস্যরা। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রাখতে বাবা মাকে সঙ্গে নিয়ে গেছেন তিনি।
    কোলে পিঠে করে মানুষ করেছেন যে সন্তানকে, আজ তার এই সাফল্যের দিনে আবেগে ভাসেন কৌশিক মন্ডলের জেঠিমা। চোখের জল ধরে রাখতে পারেননি তিনি।এমন একটি পরিবারের গৃহবধূ হয়ে গর্ববোধ করছেন কৌশিক মন্ডলের ভাই এর স্ত্রী।