|
---|
বিশেষ প্রতিবেদন: সাবধান! এবার জীব জন্তুর ওপর রঙ প্রয়োগ করলেই হবে জরিমানা হয়? যাঁরা এমনটি ভাবেন, তাদের জন্য রইল এই বার্তা….
বসন্ত বাতাসে শুরু হয়েছে হোলির আনন্দ। রাত ভোর হলেই সবাই এই হোলি তথা রঙের আনন্দে মেতে উঠবেন। রঙ মাখবেন এবং মাখিয়ে ছাড়বেন। এসব খেলা তো মনুষ্য জাতির নিজের মধ্যে।
নিজেদের আনন্দে মেতে উঠে পথের বা গৃহ পালিত জীব জন্তুদের গায়ে রঙ লাগানোতে এবার নিষেধাজ্ঞা জারি হয়েছে।
আবিরে আবিরে রাঙিয়ে দিন নিজেদের প্রিয়জনদের। ভুলেও এই রঙ- আবির এইসব জীব জন্তুদের গায়ে দেবেন না। পথের কুকুরদের রঙ মাখিয়ে অনেকেই আনন্দ পেয়ে থাকেন। একবারও কি ভেবে দেখেছেন, এই রঙ এইসব অবলা জীবের জন্য কতটা ক্ষতিকর?
এবার বেশ কিছু জায়গায় প্রশাসনের তরফে কড়া নির্দেশিকা জারি হয়েছে। জীব জন্তুদের গায়ে গায়ে রঙ দিলেই এবার উপযুক্ত ব্যবস্থা নেবে পুলিশ।
জানা গিয়েছে, নিষেধাজ্ঞা না মানলে ভাল মত জরিমানা হবে৷ এছাড়াও, প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস অ্যাক্টে ওই ব্যক্তির সর্বাধিক ৬ মাস পর্যন্ত জেল হাজত হবে৷