দোল পূর্ণিমা উপলক্ষে পূর্ব বর্ধমানে শুরু হল শতাব্দী প্রাচীন পূজা

রাহুল রায়, পূর্ব বর্ধমান:পূর্ব বর্ধমানের রায়নার বেঁন্দুয়া গ্রামে দোল পূর্ণিমা উপলক্ষে বাবা পঞ্চাননের পুজো অনুষ্ঠান শুরু হলো। বহু প্রাচীনকাল ধরে এই পুজো হয়ে আসছে। মূলত এই পূজাকে কেন্দ্র করে তিন দিন ধরে চলে নানান অনুষ্ঠান। এই পুজো উপলক্ষে দুই ধর্মের মানুষ হিন্দু ও মুসলমান একত্রিত হয়ে পুজো হয় বাবা পঞ্চানন। সম্প্রীতির নিদর্শন বলা চলে এই পুজোকে। এই পুজো কমিটির মধ্যে সকল ধর্মের মানুষ থাকে। এই পুজোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় সকল ধর্মের মানুষ। পুজোর সাথে সাথে আজ প্রায় ১০-১২ হাজার মানুষকে অন্ন ভোগ খাওয়ানো হয়। সকলে মিলে অন্ন ভোগ রান্নার কাজে হাত লাগায় মুসলিম ও হিন্দু ধর্মের মানুষ জন। এই পুজো কে কেন্দ্র করে দূর-দূরান্ত থেকে ভক্তরা এসে উপস্থিত হয়। এ পুজো উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।