বাউলে ভোটারদের মতদানের নজর কাড়তে সিদ্ধান্ত নিল নিরবাচন কমিশন

রাহুল রায়, পূর্ব বর্ধমান: নিজের ভোট নিজে দাও বাউল গানে নিঃস্বার্থ সচেতন স্বপন দত্ত বাউলের। 2016 নির্বাচন ও পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রচার এর মত এবারও 2019 এ লোকসভা নির্বাচন নিয়ে বাউল গানে পথে নামলেন পূর্ব বর্ধমানের সারা জেলায় গ্রাম গঞ্জ শহর ও মহকুমায় মহকুমায় আসানসোল দূর্গাপুরঊণঊ শিল্পাঞ্চলেও প্রচারের পথে।। খাজা আনোয়ার বেড় পূর্ব বর্ধমানের এই স্বপন দত্ত বাউল একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী তিনি কেন্দ্র ও রাজ্যনির্বাচন কমিশন ও বর্ধমান জেলা নির্বাচন দপ্তরের সম্মানীত শিল্পী হয়ে কাটোয়া মহকুমায় ও কানলা মহকুমায় পথে পথে , রেল স্টেশনে, বাসস্ট্যান্ডে, ফেরিঘাটে, sdo অফিস চত্বর , কোট চত্বর , গুরুত্বপূর্ণ জমজমাট জনবহুল জায়গা, এমনকি সাধারণ মানুষের মাঝে ও কানলায় নির্বাচনি অফিসার দের সঙ্গে নিয়ে এ EVM ভোট দেওয়া সকল মেশিন সহ বুথে বুথে মানুষকে কি ভাবে ভোট দিতে হবে । তা বাউল গানে গানে বলেন এবং নিজের ভোট নিজে দিন , ভোট নষ্ট করবেন না। অবাধ পক্ষপাতহীন ভোটে কেউ ভেদাভেদ করবেন না শান্তিপূর্ণ ভোটের অঙ্গীকার করো সবে কেউ শান্তিভঙ্গ কোরো না। নির্ভয়ে সকাল সকাল ভোট দিন। ধর্ম জাতি বর্ন নিয়ে কোন ভেদাভেদ কোরো না। কেউ গোষ্ঠীর প্রলভনে পড়ো না এর রকম নানা কথায় গান বেঁধে ও সুর করে কাটোয়া মহকুমায় ও কানলা মহকুমায় বাউল গানে ও ভোট নিয়ে মূল্যবান বক্তব্য রেখে মানুষকে বোঝালেন নিঃস্বার্থ ভাবে বিনাপারিশ্রমিকে দেশের গণতন্ত্র কে রক্ষা করার জন্য।এমন নিঃস্বার্থ বাউল শিল্পীকে সকল মানুষ ও কানলার 1 নম্বরের BDO পার্থ বন্দ্যোপাধ্যায় ও ধাত্রীগ্রামের ভারপ্রাপ্ত নির্বাচন দপ্তরের অফিসার দীপক সাতরা মহাশয় সাধুবাদ জানিয়েছেন নিজের উদ্যোগে দেশ ও রাজ্যের গণতন্ত্র কে রক্ষা করার জন্য কারো কাছে কোন সাহায্য না নিয়ে বিনাপারিশ্রমিকে পথে পথে বুথে বুথে মানুষ কে সচেতন নিজের ভোট নিজে দিন, শান্তিপূর্ণ ভোট করুন এই বার্তার জন্য ।স্বপন বাবু রাজ্যের অন্য জেলাগুলিতেও যত গুলি পারবেন নিজের সামর্থ্য তে ভোট প্রচারে যাবেন বলে জানান যেহেতু তিনি কেন্দ্র রাজ্যের নির্বাচন কমিশনের সম্মানীত শিল্পী তাই তারও দেশের গণতন্ত্র কে রক্ষা করার অনেক দায়িত্ব আছে বলে তিনি জানান নিঃস্বার্থ ভাবে। অনেকেই বলেন এমন নিঃস্বার্থ সমাজ সচেতনের শিল্পী বাংলায় জুড়ি মেলা ভার।