|
---|
নিজস্ব সংবাদদাতা : উত্তর ২৪ পরগনার আমডাঙ্গা কে এস এইচ রাহানা সিনিয়র মাদ্রাসার উদ্যোগে শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতি বছরের ন্যায় এবারেও বিশাল ইফতার মজলিস ও এতিম ছাত্রছাত্রীদের শিক্ষকদের যাকাতের টাকার কিছু অংশ একত্রিত করে ঈদ সামগ্রী প্রদান করা হয়। এ বছরেই প্রথম শিক্ষকদের উদ্যোগে গরিব দু:স্থ, এতিম, ছাত্রছাত্রীদের যাতে ঈদ আনন্দের সাথে স্বাচ্ছন্দ্যে কাটে এবং তাদের মন অনাবিল আনন্দে ভরে ওঠে সেই ব্যবস্থা করা হয়। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলালানা মুফতি সিরাজুল হক মল্লিক সাহেব পবিত্র রমজান ও এই কর্মসূচির পক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
মাদ্রাসা সহকারী প্রধান শিক্ষক জনাব নুরুল হক সাহেব বলেন, আমাদের মাদ্রাসা সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষা কর্মীবৃন্দ, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রথম নিজের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে জাকাত বিতরণের সূচনা করা হলে ছাত্ররা ও তার পরিবার বেশ খুশি অনুভব করেন। আমরা এটা করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এ বছরে আমরা ১০ জনকে দিতে পেরেছি আগামীতে এটা আরো বেশি সংখ্যক ছাত্র-ছাত্রীকে দিতে পারব আশা রাখছি। মাদ্রাসার প্রধান শিক্ষক সমস্ত শিক্ষক, শিক্ষিকা শিক্ষাকর্মী কে ধন্যবাদ জানান এত সুন্দরভাবে ইফতার মজলিসের আয়োজন করার জন্য।
এদিন দোয়া করে মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মাওলানা আবুল হাসেম সাহেব। এছাড়া এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের আলেম-ওলামা সহ উক্ত মাদ্রাসার শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।