|
---|
সেখ সামসুদ্দিন : ২৭ মার্চঃ মেমারি কলেজের এনএসএস ইউনিট ১ ও ২ এর ব্যবস্থাপনায় পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় কলেজের সেমিনার কক্ষে সারভাইকাল ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার বিষয়ক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সেমিনারের উদ্বোধন করেন মেমারি কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশীষ চক্রবর্তী। সেমিনারে বক্তব্য রাখেন পূর্ব বর্ধমান জেলার ডেপুটি সিএমও এইচ-২ ডাঃ সুবর্ণ গোস্বামী। সেমিনারে অংশগ্রহণ করেন কলেজের ছাত্রী ও অধ্যাপিকাদের সঙ্গে কিছু সংখ্যক ছাত্র, অধ্যাপক ও অশিক্ষককর্মীবৃন্দ। অধ্যক্ষ জানান তিনি সারা বছর ধরে কিছু না কিছু নতুন উদ্যোগ নিয়ে কাজ করে চলেছেন। গতকাল থেকে শুরু করেছেন ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজের মধ্যে অধ্যাপক বিনিময় করে ছাত্র-ছাত্রীদের ক্লাস। খুব শীঘ্রই থ্যালাসিমিয়া সচেতনতায় সেমিনার করবেন। এছাড়াও বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে পাশ করে যাওয়া ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ ও ক্যাম্পাসিং এর মাধ্যমে কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে বেশ কিছু ছাত্রছাত্রী বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ পেয়েছে। তবে এদিনের সেমিনার থেকে মহিলারা বিশেষভাবে উপকৃত হবেন বলে জানান অধ্যক্ষ।