ফ্রন্টপেজ অ্যাকাডেমির ইফতার মজলিশ

নিজস্ব সংবাদদাতা : ২৭ মার্চ ২০২৪ বুধবার ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে একটি পবিত্র ইফতার মজলিশের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহঃ কামরুজ্জামানের আমন্ত্রণে এই ইফতার মজলিশে প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক, প্রাক্তন ছাত্র ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে একটি আলোচনা সভায় বক্তব্য রাখেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওঃ আবু তালেব রহমানী, উপস্থিত ছিলেন আলমগীর সরদার, মাওঃ আমিনুল আম্বিয়া, শিক্ষক রুহুল হাসান সহ বিশিষ্টজনেরা। রমজানের মধ্যে ঈদের পূর্বে ফ্রন্টপেজ অ্যাকাডেমির এই ইফতার মজলিশ প্রাক্তন ও বর্তমান ছাত্রদের মধ্যে এক রকম উৎসবের পরিবেশ তৈরি করে।