|
---|
নিজস্ব প্রতিনিধি; মেছদা: পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকে শান্তিপুর ২নং অঞ্চল অন্তর্গত দাঁড়িয়ালা যুব গোষ্ঠী ক্লাবের উদ্যোগে গতকাল সন্ধ্যায় শুরু হল সরস্বতী সম্মেলন। এই সম্মেলনের শুভ সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্ব তথা সমাজসেবী সুপ্রকাশ গিরি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনতার দরবার পরিবারের সর্বভারতীয় সভাপতি তথা জনতার দরবার পত্রিকার সম্পাদক সুমন দেবনাথ। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা ছাত্র নেতৃত্ব তথা সমাজসেবী অন্বেষা জানা, জেলা জনতার দরবার পরিবারের সভাপতি তথা বিশিষ্ট সাংবাদিক অর্নব দেবনাথ সহ অন্যান্যরা। এদিন মঞ্চ সঞ্চালনায় ছিলেন, দাঁড়িয়ালা যুব গোষ্ঠীর সম্পাদক দেবাশিষ প্রামানিক।
এই সরস্বতী সম্মেলনে ২৫০টির বেশি প্রতিমা নিয়ে বিভিন্ন ক্লাবের পক্ষ্য থেকে এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। গতকাল অনুষ্ঠানের উদ্বোধন ছিল ৬৬তম বছরের।
উক্ত অনুষ্ঠান ঘিরে কয়েক হাজার মানুষের অংশ গ্রহণ লক্ষ্য করা গিয়েছে। এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য পার্শ্ববর্তী জেলা থেকেও বহু মানুষ আসেন।