১২৫ তম জন্মবার্ষিকীতে উৎসব, স্মরণে সুভাষ

নিজস্ব প্রতিবেদক, নতুন গতি ,কেশপুর : পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেশপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে কেশপুর ব্লক সুভাষ উৎসব অনুষ্ঠিত হলো মহা সমারোহে। নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান, উদ্বোধনী সংগীত ও দেশাত্মবোধক নৃত্য এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

    এদিন সুভাষ উৎসব উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া সুভাষ চন্দ্র বসু নিয়ে ছাত্র ছাত্রীরা আলোচনায় অংশ গ্রহন করে। প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কারে পুরস্কৃত করা হয়। এছাড়াও অন্যান্য প্রতিযোগীদের উৎসাহ পুরস্কার দেওয়া হয়। এদিন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক স্নেহাশীষ চৌধুরী।


    উপস্থিত ছিলেন কেশপুর ব্লক যুব আধিকারিক পূর্ণেন্দু ঘোষ, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা দে সেনগুপ্ত, কেশপুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সামসেদা বেগম, বিশিষ্ট সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠি, সমাজসেবী সমাপ্তি রায় সহ বিশিষ্টরা।