|
---|
সেখ আব্দুল আজিম,চন্ডীতলা : সম্প্রতি লোকসভার সি, পি, আই, (এম), প্রার্থী দীপ্সিতা ধরে’র সমর্থনে এক প্রচার কর্মসূচি হয়। ভগবতীপুর, কুমিরমোড়ার বাজার এলাকায় শত শত মানুষের সঙ্গে তিনি পরিচিত হন।
বিকাল- ৪টা থেকে পাকুড়, কৃষ্ণরামপুর, জঙ্গলপাড়া এবং মশাট বাজারে কয়েক হাজার মানুষের সঙ্গে আলাপ করেন।
এই কর্মসূচিতে সব জায়গায় বিপুল সাড়া ফেলে দেয়।এরিয়া কমিটির অন্যতম সদস্য কমরেড অশোক নিয়োগী এই রিপোর্ট দিলেন।