|
---|
নিউজ ডেস্ক: যাদবপুর শান্তিনিকেতন বোলপুর-বীরভূমে।
কোলকাতার- মানিকতলা প্রেমানন্দ ল্যাপ্রসি হাসপাতাল শীত-গ্রীষ্ম-বর্ষা অসহায় মানুষের ভরসা। বীরভূমের শান্তিনিকেতনে বিশিষ্ট ডাক্তার মন্ডলী দুই দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সাথে ওষধ, চক্ষু পরীক্ষা,চশমা বিতরন, দুই শত জন কে করোনা সংক্রামনের হাত থেকে রক্ষা পেতে দিলেন ভ্যাকসিন, সাথে সাথে চার শতাধিক বয়স্কদের চশমার ব্যবস্থা, অসহায় পরিবারের কয়েক শত সদস্যদের নতুন পোশাক তুলে দিলেন কলকাতা মানিকতলা প্রেমানন্দ লেপ্রসি মিশন এর কর্ণধার মাক্স মলয় আমরুজ ও তার টিম।
সদা সর্বদা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মানবিকতার নজির গড়ছেন। মহীয়সী মা মাদার তেরেসার মানবসেবা কে ব্রতী করে অসহায়-দুস্ত আম্ফান বুলবুল- ইয়াসের মতো প্রাকৃতিক বিপর্যয় কিম্বা লকডাউনে কর্মহীন – অসহায় মানুষদের কাছে দেবদূতের মত হাজির হয়েছেন কলকাতা প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রসি হাসপাতালে কর্ণধার মাক্স মলয় আমরুজ ও তাঁর টিম। অভিজ্ঞ ডাক্তার মণ্ডলী সর্বদা তার সহায়তা করেছেন।
বেশ কয়েক টি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা,উত্তর চব্বিশ পরগনা, মেদিনীপুর,বীরভূম- 40 চল্লিশ হাজারেরও বেশি পরিবারকে সহায়তা প্রদান করেছেন । বিশেষ করে প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার, ট্রাইসাইকেল, ক্রাচেস সহ একাধিক টুলস দিয়ে সাহায্য করেছেন। সাথে সাথে আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায়এমনি সহায়তা প্রদান করবেন। এতে পশ্চিমবঙ্গ সরকারের বিধায়ক তাঁদের কে সহযোগিতা করেছেন এমনি জানিয়েছেন মাক্স মলয় আমরুজ।।