|
---|
খড়গপুর: পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দ্বিতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবারে। খড়্গপুর পশ্চিম চক্রের উদ্যোগে বার্ষিক সম্মেলনে চক্রের শতাধিক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়।বাংলার মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা ও ছাত্রছাত্রীদের মধ্যে বাংলার কৃষ্টিকে জাগ্রত করার লক্ষ্যে এবং বাংলা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরকে অগ্রণী ভূমিকা নিতে গেলে সমস্ত শিক্ষককে একত্রিতভাবে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সমস্ত বিদ্বেষমূলক শক্তির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানালেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অনিমেষ দে।
খড়গপুর অন্ধ্র ভবনে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু বিষই, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অনিমেষ দে,খড়গপুর পুরপ্রধান প্রদীপ সরকার, পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, চক্র সভাপতি অরিন্দম সিংহ সহ অন্যান্যরা। এদিন উপস্থিত অতিথিদের সামনে চক্রের বার্ষিক ম্যাগাজিন প্রয়াস প্রকাশিত হয়।