|
---|
রতুয়া: জমিতে ঢুকে ফসল নষ্ট করছে হাঁস,, প্রতিবাদ করায় মারধর ও ধারালো অস্ত্রের কপ অস্ত্রের কোপে মৃত্যু ১আহত ১ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে রতুয়া ১ নম্বর ব্লকের সামসী অঞ্চলে ভগবান পুর গ্রামে ভগবানপুর গ্রামে,, স্থানীয় সূত্রে খবর রতুয়া ১নং ব্লকের সামসী অঞ্চলে ভগবানপুরে,,নাসিম আখতারের একটি ফসলি জমি রয়েছে অভিযোগ সেই জমিতে প্রতিদিন প্রতিবেশীর হাঁস ঢুকে ফসল নষ্ট করত বহুবার তাকে বারন করলে তারা তাদের কথায় কান দিত না। আজ ও সে প্রতিদিনের মত জমিতে ঢুকে হাঁস ফসল নষ্ট করে। ঘটনার প্রতিবাদ করতে গেলে জমির মালিক ও তার পরিবারের উপর ধারালো অস্ত্র দিয়ে চড়াও হয় আইয়ুব আলী ও মতিউর রহমান,,এমনকি নাসিম আখতারের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় যার ফলে গুরুতর আহত হয়ে পড়েন নাসিম আক্তার ,,নাসিম আক্তার কে তড়িঘড়ি প্রতিবেশীর সহিতাই নিয়ে যাওয়া হয়। হসপিটাল। সেখানে নাসিম আক্তারের কে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে সামসি ফাড়ির বিশাল পুলিশবাহিনী।
দেহ মালদা মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
যদিও ঘটনার পরেই অভিযুক্ত মতিউর রহমান,আইয়ুব আলি পলাতক। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।