|
---|
সেখ সামসুদ্দিন : সমগ্র রাজ্যের সঙ্গে মেমারিতেও গতকাল থেকে দুয়ারে সরকার কর্মসূচি চলছে। গতকাল মেমারি শহরের ১, ২, ও ৪ নং ওয়ার্ডের জন্য মেমারি কলেজে ক্যাম্প হয় এবং আজ ৩, ৫ ও ৬ নং ওয়ার্ডের জন্য ক্যাম্প করা হয় পথসাথী মর্টেলে হাজারের অধিক মানুষ আসেন বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে। বিশেষ করে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ভিড় দেখা যায় ব্যাপক। একই চিত্র ছিল গতকাল আমাদপুর পঞ্চায়েতের এবং আজ বাগিলা পঞ্চায়েতের শিবিরে। আজ পথসাথীতে মহকুমা শাসক সুদীপ ঘোষ, প্রশাসক স্বপন বিষয়ী শুরুতে উপস্থিত ছিলেন। পরে আসেন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামসুল হক মির্জা ও মেমারির বিধায়ক নার্গিস বেগম। বিধায়ক পথসাথী পরিদর্শন করে বাগিলা পঞ্চায়েতের দুয়ারে সরকার শিবির পরিদর্শন করেন।