কৃষি আন্দোলনের সমর্থন করাই PFI-এর অফিসে ও নেতা কর্মীদের বাড়িতে রেইড ED-ইর, অগণতান্ত্রিক ভাবে রেডের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ প্রদর্শন PFI-এর

আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : আজকে সম্পূর্ণ দেশজুড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নেতৃবৃন্দুর বাড়িতে, অফিস, হেড অফিসে হঠাত রেড করে ED (Enforcement Directorate), অগণতান্ত্রিক ভাবে ED-ইর রেডের বিরুদ্ধে সম্পূর্ণ দেশজুড়ে প্রতিবাদ প্রদর্শন করতে দেখা গেলো পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে।

     

    আজকে পশ্চিম বাংলার কলকাতা, ধুলিয়ান, বহরমপুর, ইসলামপূরেও দেখা যায় প্রতিবাদ প্রদর্শন করতে। আজকে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পশ্চিম বঙ্গ রাজ্য সভাপতি হাসিবুল ইসলাম ও রাজ্য কমিটি মেম্বার মাসাদুল ইসলাম হুঙ্কার দিয়ে বলেন – আজকে সম্পূর্ন দেশ কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে আছে, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এই কৃষি আন্দোলনের সমর্থন করাই আজকে দেশব্যাপী পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নেতৃবৃন্দুর বাড়িতে ও অফিসে রেড করলো ED, রাজ্য সভাপতি হাসিবুল ইসলাম মহাশয় বলেন – কৃষি আন্দোলনে সমর্থন করাই যদি আজকে আমাদের রুখে দেওয়ার চেষ্টা তারা করে তাহলে আমারও আজকে জানিয়ে দিচ্ছি আগামীতে আমরা আরো জোরালো ভাবে আন্দোলনে নামবো, আমাদের কোনো যায় আসে না তাদের হানা দেওয়াই।

    মাসাদুল ইসলাম মহাশয় বলেন – আজকে দিল্লিতে বিক্ষোভ গর্জে উঠেছে আগামীতে কলকাতার রাজ পর, আমাদের মুর্শিদাবাদ, সম্পূর্ণ বাংলার ওলিতে গোলিতে, গ্রামে গ্রামে কৃষকদের পাশে নিয়ে রাস্তায় নামবো আমরা, এই ফ্যাসিবাদি সরকারের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে থাকবে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, কৃষকদের, দেশের অসহায় মানুষদের পাশে সর্বদা দাঁড়িয়ে থাকবে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া।

     

    দেশব্যাপী ED-ইর হানার বিরুদ্ধে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ও এম এ সালাম সাহেব টুইট করে জানান, কৃষি আন্দোলন কে সমর্থন করার জন্যই আজকে অগনতান্ত্রিক ভাবে হানা দিয়েছে Ed, সম্পূর্ণ দেশের মুখ এখন আন্দোলনের দিকে আছে, সেই আন্দোলন থেকে মুখ সরিয়ে নেওয়ার জন্যই আজকের এই হানা।

     

    উল্লেখ যে দেশ যখনই কোনো বিষয়ের উপর বিক্ষোভে উত্তাল হয় তখনই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নাম জড়িত হয়ে যায়, কয়েকমাস পর সমস্ত আরোপ মিথ্যা প্রমাণ হয়, CAA আন্দোলনের সময়েও PFI এর নাম জড়িত করেছিলো সরকার, কয়েকমাস পর ভুল প্রমাণ হয়েছে, কিছুদিন আগে হাতরাশ গধধর্ষণ মামলাতেও পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে জড়িত করে সরকার সেটাও ভুল প্রমাণ হয়। আবার আজকে দেশ যখন কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়েছে তখন আবার টার্গেটের মুখে PFI, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার জাতীয় সম্পাদক আনিস আহমদ জানান দেশে যাই হোক না কেনো সব কিছুতেই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া কে জড়িত করে একটা ঘৃণার ক্যাম্পেইন চালায় সরকার ও গোদি মিডিয়া।

    পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক ডক্টর মিনারুল শেখ বলেন – আজকে ED আমাদের কলকাতা হেড অফিসে এসেছিল তারা শুধু এটাই খুঁজে বেড়াচ্ছিল বিদেশ থেকে টাকা আসে কি না, কিছুই পাইনি তারা, শুধু কয়েকটা পোস্টার হ্যান্ডবিল নিয়ে গেছে। তিনি বলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া হলো গনতান্ত্রিক পদ্ধতিতে চলা সংগঠন, দেশের সমস্ত জাতি ধর্ম বর্নের মানুষের সেবার জন্য এই সংগঠন, ফ্যাসিবাদি সরকারের দেশ বিরোধী, জনগণ বিরোধী কার্যকলাপ সর্ম্পকে মানুষকে ধারণা দেওয়া, সজাগ করাই হলো এই সংগঠনের প্রধান অভিযান, এই অভিযানের জন্যেই দেশব্যাপী অসংখ্য মানুষ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সমর্থন হয়ে যায়, সরকার এটাই দেখতে পারে না, সেই জন্যে বারবার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেই, ভুল কিছু বের করে মানুষের কাছে খারাপ করার জন্য। কিন্তু তারা প্রতিবার বিফল হয়।