জমির দলিল ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা প্যান কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় গুয়াহাটি হাইকোর্ট

জমির দলিল ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা প্যান কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় গুয়াহাটি হাইকোর্ট।

    নতুন গতি,ওয়েব ডেস্ক: এদিন গুয়াহাটি হাইকোর্ট বলেন জমির কাগজ, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা প্যান কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিল গুয়াহাটি হাইকোর্ট। অসমের এক মহিলাকে ট্রাইবুনাল বিদেশি হিসেবে চিহ্নিত করায় হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি। কিন্তু সেখানেও তাঁর আবেদন খারিজ হয়ে গেল।
    জাবেদা বেগম নামে ওই মহিলা তাঁর বাবা-মার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নথিপত্রের মাধ্যমে প্রমাণ করতে পারেননি। তিনি তাঁর ব্যাংকের কাগজ, জমির দলিল ও প্যান কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে আদালতে দাখিল করেছিলেন। কিন্তু এর কোনওটিই নাগরিকত্বের প্রমাণ নয় বলে জানিয়ে দিল গুয়াহাটি হাইকোর্ট।
    যদিও অসমের এনআরসি কর্তৃপক্ষ অবশ্য জমি ও ব্যাংকের কাগজ নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করে।