|
---|
দেবজিৎ মুখার্জি: প্রয়াত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর এস ভেঙ্কিটারমণন। বয়স হয়েছিল ৯২ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ রোগভোগের পর শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভেঙ্কিটারমণন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অষ্টাদশ গভর্নর ছিলেন তিনি। এছাড়াও কাজ করেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সচিবের মতো গুরুত্বপূর্ণ পদেও।
আরবিআইয়ের গভর্নর হওয়ার আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব হিসেবে ১৯৮৫ থেকে ১৯৮৯ অবধি সাফল্যের সঙ্গে কাজ করেন এস ভেঙ্কিটারমণন। তাঁর মৃত্যুতে শোকাচ্ছন্ন দেশের অর্থনীতিবিদরা। এক বিবৃতিতে আরবিআই জানিয়েছে, “অন্যতম কঠিন আর্থিক পরিস্থিতিতে সাফল্যের সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন ভেঙ্কিটারমণন।” অনেকেই মনে করেন আরবিআইয়ের সেরা গভর্নর তিনি।