বিয়ের জন্য চাপ! প্রেমিকাকে খুন করল জলে ডুবিয়ে

নিজস্ব সংবাদদাতা : বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। এই কারণে জলে ডুবিয়ে প্রেমিকাকে (girlfriend) খুন করল (killed) ৪৩ বছরের এক বিবাহিত ব্যক্তি। পাশবিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) পালঘর (Palghar) জেলার নাইগাঁও (Naigaon) থানা এলাকায়।বুধবার এপ্রসঙ্গে পুলিশের তরফে জানানো হয়, ভাসাই এলাকার বাসিন্দা মনোহর রবি শঙ্কর শুক্লা নামে ওই বিবাহিত ব্যক্তিকে বিয়ের চাপ দিচ্ছিলেন তার প্রেমিকা। এর জেরে জলের মধ্যে ডুবিয়ে তাঁকে খুন করে অভিযুক্ত।

     

    তারপর মৃত মহিলার দেহ একটি সুটকেসে ভরে নিয়ে গিয়ে গুজরাটের পারাডি এলাকায় ফেলে দিয়ে আসে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে আরও জানা গেছে, ২৮ বছর বয়সী ওই যুবতীর নাম নয়না মাহাত। তিনি শুক্লার নামে ওয়ালিভ ও ভিরার পুলিশ স্টেশনে আগেই ধর্ষণের মামলা দায়ের করেছিলেন। অভিযুক্ত ওই অভিযোগগুলি তুলে নেওয়ার জন্য যুবতীটি চাপ দিচ্ছিল। তিনি তাতে অরাজি হওয়ায় জলে ডুবিয়ে খুন করে।

     

    মৃত ওই যুবতী সিনেমা জগতে হেয়ার ড্রেসারের কাজ করতেন ও শুক্লার সঙ্গে তাঁর পাঁচ বছর ধরে সম্পর্ক ছিল বলে জানা গেছে।