CAB পাশ হওয়াতে ২৪ ঘন্টা বন্ধ ইন্টারনেট পরিষেবা, বিপর্যস্ত জনজীবন

নতুন গতি প্রতিবেদন: বুধবার নাগরিকত্ব সংশোধনী বিল রাজ্যসভাও পাস হয়ে গেল। সোমবার রাত ১২ টায় ওই বিল লোকসভায় পাস হওয়ার পর থেকেই প্রতিবাদে রাস্তায় নেমেছে অসম ও ত্রিপুরাবাসী।বুধবার সেই পরিস্থিতি চরমে পৌছয়। বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ সন্ধ্যা ৭টা থেকে আগামীকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত মোবাইল ফোনে ভয়েস কল পরিষেবা ও ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মদের দোকানও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর-পূর্বের অনেক স্হানে জারি হয়েছে কার্ফু।