দাঁইহাট চৌরাস্তার মোড়ে যাত্রী প্রতীক্ষালয় পুনঃ সংষ্কার সহ বাসিন্দাদের একাধিক দাবী

রাহুল রায়, নতুন গতি, পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমানের কাটোয়া ১নং ব্লকের সুদপুর গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত দাঁইহাট মোড় যা চৌরাস্তা মোড় নামে পরিচিত। সেই দাঁইহাট চৌরাস্তা মোড় দিয়ে নদীয়া,বর্ধমান,কাটোয়া রুটের বাস,চারচাকা গাড়ি,লরি,টোটো গাড়ি চলাচল করে। সুদপুর গ্ৰাম পঞ্চায়েত ও কাটোয়া ১নং ব্লকের উদ্যোগে দাঁইহাট চৌরাস্তা মোড়ে সাধারণ মানুষদের সুবিধার্থে যাত্রী প্রতীক্ষালয় তৈরি,শৌচাগার তৈরি,লাইট ও জলের কল বসানো হয়।

    দীর্ঘদিন ধরে দাঁইহাট চৌরাস্তার মোড়ে যাত্রী প্রতীক্ষালয়,শৌচাগার,লাইট জলের কল খারাপ হয়ে পড়ে রয়েছে। এর ফলে ব্যবসাদাররা থেকে শুরু করে সাধারণ মানুষ সহ নিত্যযাত্রীদের অসুবিধা হচ্ছে। ব্যবসাদাররা ও সাধারণ মানুষেরা দাঁইহাট চৌরাস্তার মোড়ে যাত্রী পতীক্ষালয়,শৌচাগার,লাইট ও জলের কলের খারাপ থাকার কথা জানিয়েছে কাটোয়া ১নং ব্লকের বিডিও ও কাটোয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে। কাটোয়া ১নং ব্লকের বিডিও মহঃ বদরুদ্দোজা ও কাটোয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা বাইন সরকার

    আশ্বাস দেন খুব শীঘ্রই খারাপ থাকা যাত্রী প্রতীক্ষালয়,শৌচাগার,লাইট ও জলের কল মেরামতি করা হবে।