১০১ জোড়া হিন্দু, মুসলিম, পাত্র পাত্রীর ঐতিহাসিক গন বিবাহ অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমানে

রাহুল রায়, নতুন গতি, পূর্ব বর্ধমানঃ বুধবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক খোকন দাসের উদ্যোগে কঙ্কালেশ্বরী কালীমাতা মন্দিরে ১০১ জোড়া হিন্দু, মুসলিম, পাত্র পাত্রীর ঐতিহাসিক গন বিবাহ অনুষ্ঠিত হলো।

    উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু,বিশিষ্ট শিক্ষাবিদ তথা বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়,পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক,সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবারের গন বিবাহ ৬ তম বর্ষে পর্দাপন করেছে। খোকন দাসের এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষেরা।