|
---|
তেলের মিলের আড়ালে চলছে অবৈধভাবে রেশনের মাল কেনা-বেচা
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ কাটোয়া বিধানসভার চন্দ্রপুর বাসস্ট্যান্ডে রয়েছে কালী মাতা তেলের মিল। এলাকাবাসীদের অভিযোগ ওই তেলের মিলের আড়ালে তারা অবৈধভাবে রেশনের মাল কেনাবেচা করছিল। ওই মিল মালিকের নাম এককড়ি গড়াই ও অর্জুন গড়াই। এলাকায় তারা বিজেপি কর্মী বলে পরিচিত।
সরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত পাঁজা জানান, অর্জন করায় এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত, গোটা রাজ্যে জুড়ি দেখা যাচ্ছে বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করছে ও রেশন দুর্নীতি করছে আমার সরগ্রাম চন্দ্রপুর বাসস্ট্যান্ডে আজ একই ঘটনা ঘটেছে আমাদের প্রশাসনের ওপর আস্থা আছে প্রশাসন এর সঠিক পদক্ষেপ নেবে।
সরগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অসিত হাজরা জানান, আমি খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসেছি কাটোয়া থানার পুলিশ হাজির হয়েছে আশা করছি প্রশাসন এর সঠিক তদন্ত করবে। কারণ গরিব মানুষের খাবার নিয়ে যারা ব্যবসা করে তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। অপরদিকে অভিযুক্ত অর্জুন গড়াই জানান, আমি কোন রেসন দুর্নীতি করিনি। আমার এলাকায় বহু মানুষ রয়েছে যারা গ্রামে ঘুরে ঘুরে বাড়ি বাড়ি এই রেশনের আটা ও চাল কিনে আমি সেই সমস্ত ব্যক্তিদের কাছে কিনেছি যদি এটা অপরাধ হয় তাহলে আমি অপরাধী। আর আমি কোন রাজনীতির দলের সঙ্গে যুক্ত নয়। সব মিলিয়ে এই চন্দ্রপুর বাজারে রেশনের মাল উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে খবর এখনো কোনো অভিযোগ কাটোয়া থানায় হয়নি, তদন্ত শুরু হয়েছে।