চির বিদায় নিলেন বিশিষ্ট কবি মোহাম্মদ রাফিকুল রহমান

নতুন গতি ডিজিটাল ডেস্ক: বিশিষ্ট কবি মুহাম্মদ রাফিকুর রহমান বুধবার মালদহের তাঁর গ্রামের বাড়িতে ইন্তেকাল (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) করেছেন। তিনি ছিলেন অগ্রণী কবি। কলম মাসিক, সাপ্তাহিকে তাঁর বহু কবিতা, ছোটোগল্প ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। আগ্রহী পাঠক ও লেখক ছিলেন তিনি একজন। বাংলাদেশের বহু পত্রপত্রিকাতেও তিনি অনেক কবিতা ও প্রবন্ধ লিখেছেন। উত্তরবঙ্গের বহু কবি ও লেখকদের নিয়ে তিনি সাহিত্যসভাও করেছেন। তাঁর মূত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন পুবের কলম সম্পাদক আহমদ হাসান ইমরান।

    তিনি বলেন, আমি আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। রাফিকুর রহমান ভাই ছিলেন ইসলামী ভাবাদর্শে অনুপ্রাণিত একজন উজ্জ্বল কবি। আমি আল্লাহর কাছে তাঁর পরিবারকে সবর দেওয়ার জন্য প্রার্থনা করছি। রাফিকুর রহমান ভাইয়ের ইন্তেকালে আমি চলার পথের একজন সহযাত্রীকে হারালাম। পরিবার সূত্রে জানা গেছে, রাফিকুর রহমান সাহেবের জানাযা ও দাফন অনুষ্ঠিত হবে বূহস্পতিবার সকাল ১১টায় মিলনগড়ে তাঁর গ্রাম তুলশিয়া ঘাটে।