বৃ্দ্ধ পিতাকে পিটিয়ে খুন ! অভিযুক্তকে আটক করেছে পুলিশ

নিজস্ব সংবাদদাতা : রাজস্থানে মর্মান্তিক ঘটনা! বৃদ্ধ পিতাকে পিটিয়ে হত্যা করল ছেলে। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের পর নিহতের দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

     

    ভিরানি থানার অফিসার কবিতা পুনিয়ার জানিয়েছেন, সোমবার সুরাতপুরা গ্রামে একটি খুনের ঘটনা ঘটে। রিসাল সিং রাজপুত (৬৫) নামের এক বৃ্দ্ধকে পিটিয়ে হত্যা করে তার ছেলে রাজেশ। খুনের খবর পেয়ে ভিরানী থানার পুলিশ সুরতপুরা গ্রামে পৌঁছয়।মৃত রিসাল সিং রাজপুতের মৃতদেহ বাড়িতেই পড়ে ছিল। মৃতদেহের পাশে একটি লোহার পাইপ পড়ে ছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ ও পাইপ হেফাজতে নেয়। এই পাইপ দিয়ে রিসাল সিংকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এরপর বাবাকে খুনের অভিযোগে ছেলে রাজেশকে হেফাজতে নেয় পুলিশ।

     

    ভিরানি থানার আধিকারিক জানিয়েছেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাবা ও ছেলের মধ্যে ছোটখাটো বিবাদ ছিল। বিরোধের আসল কারণ কী ছিল তা এখনও প্রকাশ্যে আসেনি।”পরিবারের অন্য সদস্যদের কাছ থেকেও বাবা-ছেলের বিরোধের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে পুলিশ পুরও বিষয়টি খতিয়ে দেখছে। উল্লেখ্য, এর আগেও এমন অনেক ঘটনায় উত্তপ্ত হয়েছে রাজস্থান।